প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

প্রতিষ্ঠালাভঃ- নিতপুর মহিলা আলিম মাদ্রাসাটি অনেক আগে থেকেই নিতপুর ফুরকানিয়া মাদ্রাসা নামে স্থানীয় জনসাধারনের তত্ত¡¡াবধানে পরিচালিত হয়ে আসছিল। নারী শিক্ষায় উন্নয়নের প্রয়োজনীয়তার উপলব্ধি করে জনাব মুহাম্মদ আব্দুল করিম (বর্তমান অধ্যক্ষ) এর প্রস্তবে ও এলাকার গণ্য মান্য সকলের সমর্থনে ও বিগত ২১/১১/১৯৯৫ ইং তারিখের সিদ্ধান্ত অনুযায়ী নিতপুর ফুরকানিয়া মাদ্রাসাটিকে নিতপুর মহিলা দাখিল মাদ্রাসায় রুপান্তর করা হয় ।

দাখিল মাদ্রাসা হিসেবে পথচলা শুর ঃ- পরিচালনা কমিটির বিগত ২১/১১/১৯৯৫ ইং তারিখের সিদ্ধান্ত মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের র্সাবিক সহযোগীতায় মাদ্রাসাটি পরিচালিত হওয়ার লক্ষ্যে জনাব আশরাফুল মোসাদ্দেক উপজেলা র্নিবাহী অফিসার, পোরশা, নওগাঁ মহোদয়ের স্বাক্ষরীত ০২/১২/১৯৯৬ ইং তারিখের ০৫-২২/৯৬-১০৪০/০১(০৩) নং সুপারিশ পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্রাদি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড ২নং অরফ্যানেজ রোড ,বক্সিবাজার, ঢাকা - পরির্দশন শাখায় জমা দেয়া হয় ।

মাদ্্রাসা পরির্দশন আদেশঃ- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড ঢাকা কাগজ পত্রাদি দাখিলের পর পরির্দশক মহোদয় ১৩/০১/১৯৯৭ইং তারিখেরনং-রিক/০৮/০১ স্বারক পত্রে উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল , রাজশাহীকে মাদ্রাসাটিকে সরজমিনে পরির্দশন করে প্রতিবেদন প্রেরন করার দায়িত্ব প্রদান করেন ।

মাদ্্রাসা পরির্দশন ও প্রতিবেদন প্রেরন ঃ- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড , ঢাকা এর পরির্দশক মহোদয়ের নং -রিক/০৮/০১ স্বারক পত্রের আলোকে , উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা , রাজশাহী অঞ্চল, রাজশাহী এর বিদ্যালয় পরির্দশক জনাব, দেওয়ান রোকেয়া বেগম ০৮/০৪/১৯৯৭ ইং তারিখে মাদ্রাসাটি পরির্দশন করে ২৮/০৫/১৯৯৭ ইং তারিখে পরির্দশন করে প্রতিবেদন প্রদান করেন । অতপর উপ-পরিচালক মহোদয় ০১/০৬/১৯৯৭ ইং তারিখে ৩৭৮/নও নং স্বারকে পরির্দশন প্রতিবেদন টি মাদ্রাসা র্বোড,ঢাকায় প্রেরণ করেন ।

দাখিল অনুমতি লাভ ঃ উপ পরিচালক মহোদয়ের পরির্দশন প্রতিবেদন টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড,ঢাকায় নথি জাত হয়ে ২৭/৮/১৯৯৮ ইং তারিখের নং রিক ১৮৫/৫ স্বারকপত্রের ০১/০১/১৯৯৮ ইং তারিখ হতে নিতপুর মহিলা আলিম মাদ্রাসা টি দাখিল ৯ম শ্রেণী( সাধারণ বিভাগ) খোলার অনুমতি লাভ করে ।

দাখিল একাডেমিক স্বীকৃতির জন্য পরির্দশন ও প্রতিবেদন ঃ- মাদ্রাসাটি প্রাথমিক অনুমতি লাভের পর সরকারী নিয়ম নীতি অনুসরন করে পাঠদান কার্যক্রম চলতে থাকে। এমতাবস্থায় একাডেমিক স্বীকৃতির লক্ষ্যে বোর্ডের তৎকালীন পরির্দশক জনাব, সৈয়দ মাহবুবুর রহমান ২৬/০৮/১৯৯৯ইং তারিখে আকষ্মিক ভাবে মাদ্রাসা পরির্দশন করেন এবং ২২/০৯/১৯৯৯ ইং তারিখে পরির্দশন প্রতিবেদন প্রেরন করেন ।

দাখিল একাডেমিক স্বীকৃতি লাভঃ- পরির্দশক মহোয়ের পরির্দশন প্রতিবেদন টি মাদ্রাসা বোর্ডে নথি জাত হয়ে বিগত১৭/০১/২০০১ইং তারিখে রিক/৬৮/০৫/নওগাঁ-১৬৬ নং স্বারক পত্রের মাধ্যমে একাডেমিক স্বীকৃতি লাভ করে ।

দাখিল স্তর এম পিও ভুক্তি :- গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের, শিক্ষামন্ত্রনালয় এর বিগত ২৮/০৩/২০০১ ইং তারিখের নং শাঃ ১জি-৭/২০০০/৭২ স্মারকপত্রে ১/০৪/২০০১ ইং তারিখ হতে মাদরাসাটি দাখিল স্তরের এমপিও ভুক্তির আদেশ লাভ করে এবং মে ২০০১ মাসের এমপিও হতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ প্রাপ্তির সুচনা হয়। উলে­খ্য যে, ১০ জন শিক্ষক ও চার জন কর্মচারী মোট ১৪ জন প্রথম এমপিও ভুক্তি হন।

বিজ্ঞান শাখা ও কম্পিউটার বিষয় খোলা ঃ ছাত্রীদের আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০২ ইং সালে বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার বিষয় খোলা হয় এবং বাংলাদেশ শিক্ষা র্বোড ঢাকা কতৃর্ক০৪/০৭/২০০২ ইং তারিখে স্বারক পত্রে বিজ্ঞান বিভাগ ও গত ০৪/০৭/২০০২ ইং তারিখেরস্বারক পত্রে কম্পিউটার বিভাগ খোলার অনুমতি লাভ করে ।

আলিম শ্রেণীর পাঠ দান অনুমতি লাভ ঃ নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দক্ষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির ২০/০২/২০০২ ইং তারিখে ০৪/২০০২ নং সিদ্ধান্ত মোতাবেক অত্র মাদরাসায় আলিম শ্রেণী খোলার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকায় আবেদন করা হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা র্বোড ,ঢাকায় নথি জাত হয়ে ০৪/০৭/২০০২ ইং তারিখের নং রিক ৮৩১/৮ স্মারক পত্রে ০১/০৭/২০০১ ইং তারিখ হতে নিতপুর মহিলা আলিম মাদ্রাসা আলিম শ্রেণী ( সাধারণ বিভাগ) খোলার অনুমতি লাভ করে ।

সভাপতির বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই কিছু দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন নিতপুর ইউনিয়নস্থ প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯95 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন নিতপুর মহিলা আলিম মাদ্রাসা। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি 2002 খ্রিস্টাব্দে আলিম শ্রেণিতে উন্নিত হয়েছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!!

অধ্যক্ষের বাণী

image-not-found

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত নিতপুর মহিলা আলিম মাদ্রাসা। এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে নওগাঁ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।